বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

No description available.

তেল,গ্যাস,বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির প্রতিবাদে ৫ মার্চ শনিবার সকালে তিতপল্লা বাসস্ট্যান্ডে দিগপাইত,তিতপল্লা, শাহবাজপুর, রশিদপুর, কেন্দুয়া,মেষ্টা ইউনিয়ন নিয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সফিউর রহমান শফি’র সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ রুহুল আমিন মিলন। বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সভাপতি সেলিনা বেগম,সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সফিকুল ইসলাম শফিক,তিতপল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান তালুকদার, মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সামাদ,দক্ষিণ শাখা শ্রমিকদলের সভাপতি মোঃ হারুন অর রশিদ, দক্ষিণ শাখা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব এম কামরুল ইসলাম প্রমুখ।

মোহাম্মদ আলমাছ হোসেন (আওয়াল) বিশেষ প্রতিনিধি (জামালপুর) ।

Next Post

পটুয়াখালী দুমকিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশ

Sun Mar 6 , 2022
তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ। অধিকাংশ জনসংখ্যা এখানে দারিদ্র্য সীমার মধ্যে বাস করে। বর্তমানে দেশের অন্যতম আলোচ্য বিষয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি। কালোবাজারী, মুনাফাখোর, মজুতদার প্রভৃতির কারণে খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, লবণ, মরিচ, চিনি, দুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য দ্রব্যগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন এবং ক্রমে এসব […]

You May Like