জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বিশেষ প্রতিনিধিঃ- ইমরান হোসেন ইমন ;- জ্বালানি তেল ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে উল্লেখ্য থাকে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে।

আজ সোমবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্টে বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

জ্বালানি সচিব, জ্বালানি উপ সচিব ও বিইআরসির চেয়ারম্যানকে রিটে বিবাদী করে দায়ের করা হয়েছে।

Next Post

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউবে বছরে কত টাকার বিজ্ঞাপন প্রচার, জানতে চিঠি বিটিআরসি’র

Thu Aug 11 , 2022
বিশেষ প্রতিনিধিঃ- ইমরান হোসেন ইমন ;- সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশাল মিডিয়ায় গত এক বছরে কত টাকার ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হয়েছে তার তথ্য জানতে চায় সরকার। সোশাল মিডিয়ায় গুলোর মধ্যে রয়েছে গুগল, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ইমো বা (আইএমও) ইত্যাদি। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে পাঠানো চিঠিতে গত এক বছরে […]

You May Like