বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১৯ লাখ ২২ হাজার

আর্ন্তজাতিক ডেস্ক (জানুয়ারি ৯, ২০২১) : করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৯১৯ জন এবং মৃতের সংখ্যা ১৯ লাখ ২২ হাজার ৫২ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৪০ লাখ ৮ হাজার ১৮ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৯০২। মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ১৪৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৩২ হাজার ৫২৬। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৮৩৫ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ১৫ হাজার ৯২০। মারা গেছেন ২ লাখ ১ হাজার ৫৪২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

Next Post

অর্থ বছরের প্রথম ৫ মাসে কমেছে উন্নয়ন ব্যয়

Sat Jan 9 , 2021
নিউজ ডেস্ক (৯ জানুয়ারি, ২০২১) : করোনা মহামারীর মধ্যেই চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। গত বছরের নভেম্বর শেষে দেখা গেছে, সেখান থেকে সরকারের ব্যয় হয়েছে মাত্র ১ লাখ ৬ হাজার ৫৯৩ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাজেট বাস্তবায়ন হয়েছে […]

You May Like