নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু

 

নিউজ ডেস্ক, ঢাকা (১৯ সেপ্টেম্বর, ২০২০) : নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে পৌঁছেছে। নতুন মৃত ব্যক্তির নাম আবদুল আজিজ।

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আজিজ ভোর ৫টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে তাদের এখানে আরও দগ্ধ চারজন চিকিৎসাধীন আছেন।

গত ৪ সেপ্টেম্বর রাতে ফতুল্লায় এশার নামাজের সময় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণে প্রায় ৪০ মুসল্লি আহত হন। তাদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল।

Next Post

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত যুবরাজের জন্মদিন আজ

Sat Sep 19 , 2020
বিনোদন প্রতিবেদক, নিউজগ্লোবালবিডি, ঢাকা (১৯ সেপ্টেম্বর ২০২০) : ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ক্ষণজন্মা এই অভিনেতা। কিন্তু খ্যাতির শীর্ষে থাকা অবস্থাতেই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি।তবে লাখো-কোটি ভক্ত আজও তাকে মনে রেখেছেন। আজ ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের […]

You May Like