নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ

নিউজ ডেস্ক, ঢাকা (২ সেপ্টেম্বর, ২০২০) : নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নেতা ২০ মিনিট কথা বলেন। এ সময় বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বলে জানান শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে দক্ষিণ এশিয়ার দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। তারা কুশল বিনিময় করেন। একে অপরের দেশের মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

Next Post

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর : জামায়াতের সাবেক এমপি শামসুলসহ ৬ নেতা কারাগারে

Wed Sep 2 , 2020
চট্টগ্রাম প্রতিনিধি, (২ সেপ্টেম্বর, ২০২০) : চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর মামলায় জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ও সাতকানিয়া-লোহাগড়ার সাবেক সংসদ সদস্য শামসুল ইসলামসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার বিকালে জেলা জজ মো. ইসমাইল হোসেনের আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান বলে […]

You May Like