কলম্বিয়ায় সহিংসতায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা (২৩ আগস্ট, ২০২০) : কলম্বিয়ায় চোরাকারবারী, সন্ত্রাসী, মানবপাচার চক্র ও সাবেক ফার্ক গেরিলা অনুসারীদের মধ্যে সংঘাতে ১৭ জন নিহত হয়েছেন।

লাতিন আমেরিকান দেশটির নারিনো ও কাউকা প্রদেশে আলাদা সহিংসতায় ছয় জন করে মারা গেছেন। বাকি পাঁচজন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়।

দেশটির কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়র্টাস।

খবরে বলা হয়েছে, লাতিন আমেরিকান দেশটির নারিনো ও কাউকা প্রদেশে পৃথক সতিংসতায় ছয়জন করে মারা গেছেন। বাকি পাঁচজন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়।

সেনাবাহিনীর হারকিউলিস টাস্ক ফোর্সের কমান্ডার জেনারেল নাইরো মার্টিনেজ নারিনোয় হত্যাকাণ্ড প্রসঙ্গে স্থানীয় ক্যারাকোল রেডিওকে বলেছেন, ‌’নিহতরা কোন সংগঠনের অংশ নাকি পরিবারের সদস্য আমরা এখনো তা জানি যায়নি।’

এ ঘটনায় টুইট বার্তায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক। তিনি বলেছেন, ‌’মাদক পাচার ও সন্ত্রাসবাদের মাধ্যমে পরিচালিত সহিংসতায় মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।’

কয়েক দশক ধরে কলম্বিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক পাচার সংশ্লিষ্ট দ্বন্দ্ব-সহিংসতা চলছে । এতে এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। গত সপ্তাহেও নারিনো প্রদেশে অজ্ঞাত সশস্ত্র দলের গুলিতে অন্তত আটজন মারা গেছেন। ১১ আগস্ট এর পার্শ্ববর্তী ক্যালি শহরে হত্যা করা হয়েছে আরও পাঁচজনকে।

Next Post

টানা ক্ষমতায় থেকে আওয়ামী লীগ নেতারা দিশেহারা: রিজভী

Sun Aug 23 , 2020
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (২৩ আগস্ট, ২০২০) : টানা ক্ষমতায় থেকে আওয়ামী লীগ নেতারা ‘দিশেহারা’ হয়ে ২১ আগস্ট হামলায় বিএনপিকে জড়াচ্ছে বলে দাবি করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী। “এসব কথা বলে মানুষকে চিড়ে ভিজানো যাবে না। মানুষ যা বোঝার তা বুঝে গেছে। আপনি ক্ষমতা দিয়ে, দুঃশাসন দিয়ে এসব কথা বলছেন,” […]

You May Like