করোনায় ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু

নিউজ ডেক্স, নিউজ গ্লোবাল বিডি, ঢাকা (২৯ জুলাই ২০২০) : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Next Post

বান্দরবানে আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার

Wed Jul 29 , 2020
নিজস্ব প্রতিবেদক, নিউজ গ্লোবাল বিডি, ঢাকা (২৯ জুলাই ২০২০) : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি এলাকা থেকে ৮০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। বুধবার দুপুরে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার […]

You May Like