১৮৮ পিস ইয়াবাসহ আটক শীর্ষ মাদক ব্যবসায়ী

No description available.
সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) মাদক বিরোধী অভিযান চালিয়ে কোরবান আলী খাঁন নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১৮৮ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। রবিবার (৬ মার্চ) বিকেল ০৪.৫০ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের কামারখন্দ থানাধীন ভদ্রঘাট বাজারস্থ এসিআই গুডরেজ মিল্স এর মেইন গেইট সংলগ্ন পশ্চিম পার্শ্বে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮৮(একশত আটাশি) পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং নগদ ৯০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ কোরবান আলী খান(৩৫), পিতা-মৃত ফজলুল হক, সাং-চক আনাডুমুর, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

Next Post

৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

Mon Mar 7 , 2022
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় গণভবনে এ ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এসময় উদ্বোধনী খাম ও সিলমোহরও অবমুক্ত করেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও […]

You May Like