মুশতাকের মৃত্যু : তদন্ত প্রতিবেদন দিতে আরও সময় চান ম্যাজিস্ট্রেট

নিউজ ডেস্ক (১ মার্চ, ২০২১), ঢাকা : কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা দিতে সময় বাড়ানোর আবেদন করেছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, রবিবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও কালীগঞ্জ পৌরসভা নির্বাচন থাকায় তা সম্ভব হয়নি। প্রতিবেদন জমা দিতে গাজীপুর জেলা প্রশাসকের কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছে।

দুই-একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গত ২৭শে ফেব্রুয়ারি দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন গাজীপুর জেলা প্রশাসক।

Next Post

খাশোগি হত্যা : মার্কিন গোয়েন্দার রিপোর্ট

Mon Mar 1 , 2021
সাংবাদিক জামাল খাশোগি হত্যায় মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদনে হত্যাকারীদের নামের তালিকায় রহস্যজনকভাবে পরিবর্তন আনা হয়েছে। প্রথম তালিকা প্রকাশের তিনদিনের মধ্যেই দ্বিতীয় সংস্করণ এনে তিনজনের নাম মুছে ফেলা হয়। এমনটাই জানাচ্ছে সিএনএন। নামগুলো কেন মুছে ফেলা হয়েছে সে ব্যাপারে কোন ব্যাখ্যা দেয়নি জাতীয় গোয়েন্দা সংস্থা। অপসারিত তিনটি নামের মধ্যে প্রথমটি […]

You May Like