রিজার্ভ প্রথমবারের মতো ৪৪০০ কোটি ডলার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক (২৫ ফেব্রুয়ারি, ২০২১), ঢাকা : প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪ হাজার ৪০০ কোটি (৪৪ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে।

বুধবার দিন শেষে বাংলাদেশের রিজার্ভ দাঁড়ায় ৪ হাজার ৪০২ কোটি ডলার।

এ রেকর্ড অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এর আগে ৪ হাজার ৩০০ কোটি (৪৩ বিলিয়ন) ডলার ছাড়ায় গত বছরের ১৫ ডিসেম্বর।

বর্তমানে যে পরিমাণ বিদেশি মুদ্রার রিজার্ভ আছে সেটি দিয়ে ১১ মাসেরও বেশি আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল। যেটি ছিল সর্বোচ্চ রিজার্ভ।

আর নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৬ কোটি ২৬ লাখ ডলারের রেমিটেন্স এসেছে, যা গত বছরের (২০২০) জানুয়ারির চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। ফেব্রুয়ারি মাসের ২৩ দিনে (১ থেকে ২৩ ফেব্রুয়ারি) ১৪৯ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি।

Next Post

মেসির গোলে ভর করে তিনে উঠে এল বার্সা

Thu Feb 25 , 2021
নিউজ ডেস্ক (২৫ ফেব্রুয়ারি, ২০২১), ঢাকা : লিওনেল মেসির জোড়া গোলে ভর করে এলচেকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। গত ম্যাচে দুর্বল কাদিজের সঙ্গে ড্র করা কাতালান জায়ান্টদের কাছে এই জয় বেশ স্বস্তির। কারণ এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকার রাস্তা খুঁজে পেল রোনাল্ড কোম্যানের দল। বুধবার দিনগত রাতে […]

You May Like