মহাকাশ স্টেশনে পৌঁছাল মালবাহী মহাকাশযান

নিউজ ডেস্ক (২৩ ফেব্রুয়ারি, ২০২১), ঢাকা : মালবাহী একটি মহাকাশযান সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। সব মিলিয়ে ৮ হাজার ২০০ পাউন্ড বিভিন্ন মালামাল ও গবেষণার কাজে ব্যবহৃত সামগ্রী পাঠানো হয়। এস এস ক্যাথেরিন নামের এই মালবাহী মহাকাশযানটি পাঠিয়েছে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুমান।

আন্তর্জাতিক সময় সোমবার গ্রিনিচ মান ৯টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় সিগনাস কার্গো ক্রাফটটি। মালবাহী এই মহাকাশযানে বিভিন্ন পণ্যসামগ্রীর পাশাপাশি গবেষণার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও হার্ডওয়্যার বহন করে নিয়ে যাওয়া হয়।

সিগনাস কার্গো ক্রাফটটি পাঠিয়েছে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুমান। সব মিলিয়ে ৮ হাজার দুশো’ এলবিএস বা পাউন্ড মালামাল পাঠানো হয়েছে।

দুই ধাপের আন্তারিজ রকেটে করে স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়ায় অবস্থিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়ালপস দ্বীপ থেকে মালবাহী সিগনাস মহাকাশযানটি পাঠানো হয়।

Next Post

শেকৃবিতে ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নোটিশ

Tue Feb 23 , 2021
নিউজ ডেস্ক (২৩ ফেব্রুয়ারি, ২০২১), ঢাকা : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নোটিশ দেয়া হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ১৭ মে আবাসিক হল খোলার এবং ২৪ মে ক্লাস শুরুর নির্দেশনা দেন। এরই পেক্ষিতে সোমবার রাতে জরুরি নোটিশে জানানো হয়, সরকারি নির্দেশনা […]

You May Like