করোনায় মৃত্যু ২৫ লাখ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক (২২ ফেব্রুয়ারি, ২০২১), ঢাকা : বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু প্রায় ২৫ লাখ ছুঁই ছুঁই। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৯ লাখের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৯ লাখ ৫৯ হাজার ৭২২ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ৭৭ হাজার ৮৫৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৭৩ লাখ ‌২৭ হাজার ১১৮ জন।

করোনা ভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৪২৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ১১ হাজার ১৩৩ জন।

Next Post

নোয়াখালীর বসুরহাটে ১৪৪ ধারা জারি

Mon Feb 22 , 2021
নোয়াখালী প্রতিনিধি (২২ ফেব্রুয়ারি, ২০২১), ঢাকা : বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, […]

You May Like