বিশ্বে করোনা আক্রান্ত ১০ কোটি ২৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক (২৬ জানুয়ারি, ২০২১), ঢাকা : করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ২৮ হাজার ২৬৫ জন এবং মৃতের সংখ্যা ২১ লাখ ৪৯ হাজার ৩৮৭ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ২২ লাখ ৮৯ হাজার ২১১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৫৮ লাখ ৬১ হাজার ৫৯৭। মারা গেছেন ৪ লাখ ৩১ হাজার ৩৯২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৭ হাজার ৭১০। মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৬২৪ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৭২ হাজার ৯৬৪। মারা গেছেন ২ লাখ ১৭ হাজার ৭১২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

Next Post

অভিনেত্রী জয়শ্রী রামাইয়ার লাশ উদ্ধার

Tue Jan 26 , 2021
বিনোদন ডেস্ক (২৬ জানুয়ারি, ২০২১), ঢাকা : নিজ বাড়িতে আত্মহত্যা করলেন ভারতীয় অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস কন্নড়’ প্রতিযোগী জয়শ্রী রামাইয়া। সোমবার দুপুরে বেঙ্গালুরুর নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, এ অভিনেত্রী বেশ কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন। অভিনেত্রীর মৃত্যুর পর কন্নড় ফ্লিম পাড়ায় […]

You May Like