ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনে ককটেল বিস্ফোরণ

ফেনী প্রতিনিধি (জানুয়ারি ১৬, ২০২১) : ফেনীর দাগনভূঞা পৌরসভার নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে ডিবি পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

প্রিজাইডিং অফিসার গোরফান উদ্দিন জানান, সকালে দাগনভূঞা পৌর নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে দ্রুত সরে যায়। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পরেন। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভয় পেয়ে অনেক ভোটার কেন্দ্র থেকে চলে গেছেন। বর্তমানে ভোটকেন্দ্রে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতি আছেন।

এদিকে ইমিএম মেশিন ধীরে চলায় ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ভোট দিতে এসে হয়রানীর অভিযোগ করেন ভোটারেরা।

উল্লেখ্য, গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮৮৫ জন। এ ভোট কেন্দ্রের মধ্যে ৬টি বুথ রয়েছে।

Next Post

মোংলায় বিএনপির মেয়র ও ১৪ কাউন্সিল প্রার্থীর ভোট বর্জন

Sat Jan 16 , 2021
পটুয়াখালী প্রতিনিধি (জানুয়ারি ১৬, ২০২১) : মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে বিএনপি মনেনীত প্রার্থী মো. জুলফিকার আলী কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। একই সঙ্গে বিএনপি সমর্থিত ১২ জন কাউন্সিলর ও স্বতন্ত্র দুইজন কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের মাদরাসা রোডের নিজ বাসভবনে […]

You May Like